মামুন কৌশিক, বারহাট্টা থেকে: সারা পৃথিবীতে ভয়াবহ রুপ ধারণ করেছে করোনা ভাইরাস। পৃথিবীর অধিকাংশ দেশই নিজেদের লক ডাউন করে নিয়েছে করোনা ভাইরাসের প্রভাব থেকে নিজেদের বাঁচাতে।বাংলাদেশেও অনেক জেলা অঘোষিত লক ডাউন করা হয়েছে।এর প্রভাব এসে পরেছে নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলাতেও।যার কারণে বারহাট্টা উপজেলার দিনমুজুর ও হত দরিদ্র মানুষজন বিপদে পরেছেন।তারা না পারছেন ঘরে থাকতে না পারছেন না খেয়ে থাকতে।এবার সেই সব সাধারণ মানুষদের সাহায্যে এগিয়ে আসলেন বারহাট্টা উপজেলার বারেক মিয়া।জানা যায় বারেক মিঞা টাঙ্গাইল জেলার মীর্জাপুর উপজেলার অধিবাসী। স্ত্রীর চাকুরীর সুবাদে তিনি বর্তমানে বারহাট্টায় অবস্থান করছেন। তিনি ঔষধপত্র ও অন্যান্য ছোটখাটো ব্যবসার সাথে জড়িত।আজ বৃহস্পতিবার মোহাম্মদ বারেক মিঞার নিজস্ব অর্থে ক্রয়কৃত ত্রাণসামগ্রী বারহাট্টা উপজেলা সদর ও আশপাশের গ্রামের ৪০টি পরিবারের মাঝে বিতরণ করা হয়।ত্রাণসামগ্রী বারহাট্টা উপজেলা সদরে অবস্থিত তার নিজের ফার্মেসী হতে বিতরণ করা হয়।ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলার বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন নূর। তিনি বারেক মিয়াকে ত্রাণ সামগ্রী বিতরণের সময় সার্বিক সহযোগিতা করেন।এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন নূর বলেন যে, আমাদের সমাজের সকল পয়সা ওয়ালারা এগিয়ে আসলে আমাদের দেশের একটা মানুষও না খেয়ে থাকবে না।আশা করি বারেক মিয়ার মত সবাই এগিয়ে আসবেন।
You cannot copy content of this page