মামুন কৌশিক বারহাট্টা থেকে : করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচার প্রধান শর্ত হল সামাজিক দূরত্ব বজায় রাখা।কিন্তুু এই কাজটি করতে গিয়ে হিমশিম খাচ্ছেন সারা দেশের পুলিশ প্রশাসন।ব্যাতিক্রম নয় বারহাট্টা উপজেলাও।পুলিশ প্রশাসন চলে গেলেই বাইরে বের হয়ে যায় সাধারণ মানুষ।যখনই দেখে পুলিশ আসছে তখনই তারা পালিয়ে যায় পরক্ষণেই আগের পরিস্থিতি ফিরে আসে।তারপরও বারহাট্টা থানার অফিসার ইন চার্জ মিজানুর রহমান নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সাধারণ মানুষদের ঘরে রাখার জন্য। এবিষয়ে বারহাট্টা থানার নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন যে, করোনা ভাইরাস সংক্রমন রোধে বারহাট্টা উপজেলা পুলিশের পক্ষ থেকে জনসচেতনতা তৈরীর লক্ষে বিভিন্ন পদক্ষেপ চলমান রয়েছে। তারই অংশ হিসেবে অাজ বৃহস্পতিবার আমরা বারহাট্টা শহরে জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রধান প্রধান সড়কে মহড়া দিয়েছি।যতদিন পর্যন্ত করোনা ভাইরাসের প্রকোপ থাকবে ততদিন পর্যন্ত সচেতনতামূলক আমাদের রাত্রিকালীন মহড়া চলবে।
You cannot copy content of this page