বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারির কারণে সৃষ্ট পরিস্থিতিতে বিদেশে আটকে পড়া বাংলাদেশীদের ফেরত আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আটকে পড়া প্রবাসীদের ফেরত আনা প্রসঙ্গে জরুরি আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এ কথা জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনাভাইরাস সংকটে বিশ্বের যেকোনো প্রান্তে আটকে পড়া বাংলাদেশীদের ফেরত আনব আমরা। তবে ভারতে আটকা পড়া বাংলাদেশীদের এখনই ফেরত আনা যাচ্ছে না বলে জানান ড. মোমেন।
তিনি বলেন, ভারতে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন চলবে। সে দেশে আটকে পড়া বাংলাদেশীদের ফেরত আনতে সমস্যা হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রবাসীরা আমাদের দেশের সম্পদ। প্রবাসীদের যে দুর্দশা সৃষ্টি হয়েছে সরকার তা লাঘব করার চেষ্টা করবে। বিশ্বের বিভিন্ন দেশের সরকার আমাদের প্রবাসীদের সাহায্য করছে, আমাদের মিশনগুলোকে সাহায্য করছে। আমরা তাদের ধন্যবাদ জানিয়ে চিঠি লিখব।
তিনি বলেন, কিছু দেশ আমাদের দেশে মেডিকেল টিম পাঠাতে চায়। সে সম্পর্কে এ বৈঠকে আলোচনা হয়েছে।
You cannot copy content of this page