লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সোনাপুর বাজারে করোনাভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পেতে জীবানুনাশক স্প্রে প্রয়োগ করা হয়েছে। ০৯ এপ্রিল বৃহস্পতিবার এই জীবাণুনাশক স্প্রে প্রয়োগ করেন পৌর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক অপু মাল।এইসময় অপু মাল স্প্রে মেশিন নিজ কাধে বহন করে সোনাপুর বাজারের ভিতরের দোকান,রাস্তা ও মসজিদের সামনে তা প্রয়োগ করেন।ছাত্রলীগ নেতা অপু মালের সাথে এই সময় ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা সহযোগিতা করেছেন।
You cannot copy content of this page