আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ সিরাজগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে ৪১ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আর ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ হওয়ায় সাত জনকে দেওয়া হয়েছে ছাড়পত্র।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৪১ জনসহ মোট ৬৫৮ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টিনের আওতায় নেওয়া হয়েছিল। এর মধ্যে ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ করায় ৫৫৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছেন ১০৪ জন।
তিনি আরও বলেন, এ পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় করোনা আক্রান্ত সন্দেহে ২০ জন রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) এবং রাজশাহী মেডিক্যাল কলেজে (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে ১১ জনের নেগেটিভ এসেছে। এখনো ৯ জনের রিপোর্ট আসা বাকি রয়েছে।
You cannot copy content of this page