এইচ এম দবির তালুকদার, স্পেন থেকেঃ
কভিড ১৯ করুণা ভাইরাস ইউরোপজুড়ে মহামারী আকার ধারণ করেছে, তার মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত স্পেন, বিশ্বের দ্বিতীয় স্থানে পৌঁছেছে গেছে মৃত এবং রোগীর সংখ্যা l
গত ১৪ মার্চ স্পেনের সরকার লক ডাউন ঘোষণা করে দেশের সকল নাগরিকদের কে হোম কোয়ারেনটাইনে থাকার আদেশ জারি করেছে l
দ্বিতীয় মেয়াদে সময়সীমা বাড়িয়ে ২৬ এপ্রিল পর্যন্ত করেছে স্পেন সরকার,কবে শেষ হবে বন্দিদশা স্বাভাবিক নিয়মে ফিরে আসবে সবকিছু,এই ভেবে দুশ্চিন্তার শেষ নেই শ্রমজীবি মানুষের,আগামীকাল হবে সুন্দর সাবলীল একটি নতুন সকাল এটাই প্রতিদিনের চাওয়া এখন l
স্পেনের মাদ্রিদে প্রায় ১৪ হাজার বাংলাদেশির বসবাস
তার মধ্যে হাজার দেড়েক মানুষের কাছে বৈধ কাগজ নেই পাচ্ছেন না সরকারি কোনো সুযোগ-সুবিধা l
ইলিগ্যাল মানুষগুলির জীবিকার উৎস রাস্তার ব্যবসা এবং ইলিগ্যাল ভাবে বাংলাদেশীদের দোকানে পার্ট টাইম জব দেশটিতে লেকটাউনের ফলে তাও বন্ধ হয়ে গেছে l
এখন সময়ের কাছে অসহায় ঘর বন্দি এমন মানুষদের কথা চিন্তা করে, সবার মাঝে ঢালাওভাবে ত্রাণ বিতরণ করছে মাদ্রিদে বাংলাদেশ এসোসিয়েশন l
বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেন মাদ্রিদ এর উদ্যোগে গত ৮এপ্রিল মঙ্গলবার থেকে শুরু করে ত্রাণ বিতরণ চলবে ১১এপ্রিল পর্যন্ত l
প্রথম দিন ত্রাণ বিতরণের সময় সেখানে উপস্থিত ছিলেন মাদ্রিদে বাঙালি কমিউনিটি বিশিষ্টজনদের মধ্যে, বাংলাদেশ এসোসিয়েশনের বর্তমান সভাপতি এনায়েতুল করিম তারেক,সাবেক সভাপতি আল মামুন,কমিউনিটি ব্যক্তিত্ব নূর হোসেন পাটোয়ারী,বাংলাদেশ এসোসিয়েশনের বর্তমান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আল আমিন মিয়া, বর্তমান সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর বর্তমান সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর ,বৃহত্তর ঢাকা স্পেনের সভাপতি সোহেল ভূঁইয়া,বাংলাদেশ এসোসিয়েশনের নির্বাচন কমিশনার মাসুদুর রহমান, অর্থ সম্পাদক আবুল হাসেম মেম্বার, প্রছার সম্পাদক আবু বক্কর,কমিউনিটি নেতা সৈয়দ নাসিম,সুজন মুন্সী ,কমিউনিটি নেতা জাকির হোসেন কমিউনিটি নেতা জাকির হোসেন,গ্রেটার সিলেট এসোসিয়েশনের সদস্য সচিব আবু জাফর রাসেল, সাংবাদিক বকুল খান,সাংবাদিক সেলিম আলম, সাংবাদিক ফখরুদ্দীন রাজী, ভালিয়েন্টে বাংলা সংগঠনের তত্ত্বাবধায়ক রমিজ উদ্দিন সরকার,ও ফজলে এলাহী , হানিফ মিয়াজী,সাংবাদিক মনিরুজ্জামান টিটু,প্রমুখ l
বাংলাদেশ অ্যাসোসিয়েশন মাদ্রিদের বর্তমান সভাপতি এনায়েতুল করিম তারেক,তার বক্তব্যে বলেন এমন একটি শুভ কাজে বাংলাদেশ কমিউনিটি সর্বস্তরের মানুষের অংশগ্রহণ আমাকে আনন্দিত করেছে l
আপনাদের সবার সুপরামর্শ এবং সুন্দর দিকনির্দেশনায়,আমরা আমাদের সকল অসহায় ভাইদের মাঝে সুন্দরভাবে ত্রান পরিবেশন করতে পেরেছি l
তিনি আরো বলেন মাদ্রিদে বাংলাদেশ কমিউনিটির সম্প্রীতি ঐক্যের বন্ধন আরো সুদৃঢ় করতে আমাদের উচিত অসহায়দের পাশে দাঁড়ানো l
বিত্তবানদের দুর্দিনে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এনায়েতুল করিম তারিখ এনায়েতুল করিম তারেক l
পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ এসোসিয়েশনের সাধারন সম্পাদক কামরুজ্জামান সুন্দর !
Leave a Reply