শামীম মিয়া(মির্জাপুর)টাঙ্গাইল
মহামারি করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ও অসহায় পরিবারের মাঝে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন”আইডিয়াল মির্জাপুর টাঙ্গাইল”গ্রুপের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।শুক্রবার উপজেলা বিভিন্ন গ্রামের প্রায় ৭৫ টি পরিবারের মাঝে এই উপহার সামগ্রী দেয়া হয়।
এই উপহার সামগ্রী মধ্যে রয়েছে,৫ কেজি চাল,১ কেজি আলু,১ কেজি ডাউল, ১ কেজি পেঁয়াজ,১কেজি লবন ও ১ টি সাবান।
এই উপহার সামগ্রী বিতরণ করেন,আইডিয়াল মির্জাপুর গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি ও বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক দেওয়ান মোঃ আজাদ রহমান,জাতীয় সাংবাদিক সংস্থার অর্থ সম্পাদক শামীম মিয়া,আইডিয়াল গ্রুপের সদস্য শিপলু,নারায়ণ,মিজান,শাহিন, আরিয়ান,রকিবুল ইসলাম প্রমুখ।
আজাদ রহমান খাদ্য সামগ্রী বিতরণের সময় সবাইকে বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বের না হয়ে নিজ নিজ ঘরে অবস্থান করতে অনুরোধ করেন এবং পরম করুণাময়ের কাছে প্রার্থনা করতে বলেন। এছাড়াও উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও স্বচ্ছল ব্যক্তিদের সাধ্যানুযায়ী মানুষের পাশে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন।
Leave a Reply