মামুন কৌশিক বারহাট্টা থেকে : মহামারী করোনা আস্তে আস্তে ভয়াবহ রুপ ধারণ করছে।মৃত্যুর মিছিল ভারী হচ্ছে আমাদের দেশে।সারা দেশের সকল শিক্ষাপ্রতিষ্টান বন্ধ ঘোষণা করা হয়েছে আগেই এবং সেই সাথে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।সরকার বাধ্য হয়েই দেশের প্রায় প্রতিটি জেলাকে লক ডাউন করছে।কিন্তুু তারপরও মানুষ সরকারের নির্দেশ অমান্য করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে।যা বর্তমান পরিস্থিতিতে চরম স্বাস্থ্যঝুঁকি।কিন্তুু তারপরও মানুষ প্রতিদিন ট্রাকের খালি ড্রামের ভিতর বসে এক জেলা জেলা অপর জেলাতে পালিয়ে যাচ্ছে।নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলাতে অনেক মানুষ ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে এসে আত্মগোপণ করেছেন।অনেকের মতে বারহাট্টা উপজেলাটা ভৌগোলিক কারণে এমনিতেই করোনা ঝঁকিপূর্ণ।কারণ উপজেলা সদরের একমাত্র প্রধান রাস্তাটি ব্যবহার করা হয় দেশের বিভিন্ন জেলা এবং উপজেলার সাথে যোগাযোগ রক্ষার জন্য। প্রধান রাস্তাটির পাশে শহরের সকল দোকানপাট এবং বড় বড় প্রতিষ্টান হওয়ায় সবার স্বাস্থ্য ঝুঁকি আছে।এর মধ্যে ঢাকা ফেরত লোকজন যদি হোমকোয়ারেন্টাইন না করে ঘুরাঘুরি করে তবে কারো বুঝার উপায় নাই যে কে ঢাকা ফেরত।বারহাট্টা উপজেলার মানুষদের করোনা সংক্রমণ থেকে নিরাপদ রাখতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বারহাট্টা থানার অফিসার ইন চার্জ জনাব মিজানুর রহমান।এ বিষয়ে বারহাট্টা থানার ওসি জনাব মিজানুর রহমান বলেন যে, থানা পুলিশকে বিভিন্ন টিমে বিভক্ত করে প্রতিনিয়ত আমাদের টহল বিদ্যমান রয়েছে।শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে চেক পোষ্ট স্থাপন করা হয়েছে যাতে অন্যান উপজেলা থেকে কোন গাড়ি এই উপজেলায় না আসতে পারে।তিনি সাধারণ মানুষদের উদ্দ্যেশে বলেন যে,আপনার ঘরে থাকুন অযথা বাইরে ঘুরাঘুরি করবেন না।নিজেরা সুস্থ থাকুন অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করুন।
You cannot copy content of this page