মামুন কৌশিক (বারহাট্টা থেকে) : করোনা ভাইরাসের কারণে আতঙ্ক ও ভয় নিয়ে দিন কাটছে সারা দেশের মানুষের।সারা দেশের মানুষদের ঘরে থাকার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্থানীয় উপজেলা পরিষদ,থানা পুলিশ ও উপজেলা প্রশাসন।করোনা সংক্রমণ রোধে এক শহর থেকে আরেক শহরে যাওয়াতের পথ বন্ধ করে দেওয়া হয়েছে।তারপরও কিছু দ্বায়িত্বহীন মানুষ গত কয়েকদিনে বারহাট্টা উপজেলায় প্রবেশ করে।প্রবেশকারীরা বাউসি ইউনিয়নের দেওপুর সহ অন্যান গ্রামে প্রবেশ করে।এতে এলাকাবাসীর মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।তবে এ বিষয়ে বারহাট্টা উপজেলা স্বস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা. মো: মোস্তাফিজুর রহমান বলেন যে, গত কিছুদিন ধরে ঢাকা ও নারায়ণগঞ্জ জেলা হতে অনেকে বারহাট্টার বিভিন্ন গ্রামে অাগমন করেছেন ও সে তথ্য গোপন করেছেন। কোভিড-১৯ রোগের সংক্রমণ এই দুই জেলাতেই সবচেয়ে বেশী হয়েছে। ঢাকা ও নারায়ণগঞ্জ হতে অাগত যে কোন ব্যক্তির মধ্যে করোনা ভাইরাস সংক্রমনের সম্ভাবনা সবচেয়ে বেশী এবং তা বারহাট্টা বাসির জন্য খুবই ঝুঁকিপূর্ণ। তাই সর্বস্তরের জনগনের কাছে অাহবান ঢাকা বা নারায়ণগঞ্জ সহ যেকোন জেলা হতে বারহাট্টা অাগমন করলে জনস্বার্থে তাদেরকে নিকটস্থ স্বাস্থ্য বিভাগে ফ্রী পরীক্ষার জন্য প্রেরণ করুন। অনথ্যায় স্বাস্থ্য বিভাগ, পুলিশ ও প্রশাসনকে অবহিত করে অাপনার নাগরিক দায়িত্ব পালন করুন।তিনি আরও বলেন যে, অাপনার সচেতনতা অাপনাকে, অাপনার পরিবারকে তথা সমগ্র বারহাট্টাবাসীকে এই বৈশ্বিক মহামারী থেকে রক্ষা করতে সহায়তা করবে।
মামুন কৌশিক বারহাট্টা,নেত্রকোণা মোবাইল ০১৭১৮৬৩১০২২
You cannot copy content of this page