সবুজ সরকারঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে বাবার কাছে খাবার চেয়ে না পেয়ে ক্ষুদার জ্বালা সইতে না পেরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে এক কিশোরী আত্মহত্যা করছে।
শুক্রবার (১০ এপ্রিল) বিকাল সারে চারটার দিকে বেলকুচি পৌর এলাকার কামারপাড়া গ্রামের ওয়াবদা খাদের উপড় বসবাসরত তাদের ঘরে এ ঘটনা ঘটে। নিহত কিশোরী আহরোজা খাতুন (১০) ঐ গ্রামের আলম শেখের মেয়ে।
নিহত কিশোরীর পিতা আলম শেখ কাঁন্নাজরিত কন্ঠে বলেন, করোনা ভাইরাসের কারনে সরকার বাহিরে যেতে মানা করেছে। তাই কয়দিন ধরে কাজ করতে পারছিনা। বাজারও করতে পারছিনা। বিকালে মেয়ে আমার কাছে খাবার চেয়েছে। আমি খাবার দিতে পারিনি। বাড়িতে খাবার না থাকায় রাগ করে ঘরে ভিতরে ধরনার সাথে গলায় সাথে ওরনা পেঁছিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নূর-এ-আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে নিহতের পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়।
You cannot copy content of this page