এম এ হান্নান, শাহজাদপুর( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ, সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার চারটি ইউনিয়ন লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (১০এপ্রিল) বিকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে শাহজাদপুর উপজেলার কৈজুরী, গালা, পোরজনা ও হাবিবুল্লাহনগর ইউনিয়নকে লকডাউন ঘোষণা করা হয়।.
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা সাংবাদিকদের জানান,সম্প্রতি ঢাকা ও নারায়ণগঞ্জ হতে সড়ক ও নৌপথে বিপুল সংখ্যক গার্মেন্টস শ্রমিক ও বিভিন্ন পেশার মানুষ শাহজাদপুর উপজেলার কৈজুরী, গালা, পোরজনা ও হাবিবুল্লাহনগর ইউনিয়নে আগমন করায় ইউনিয়ন চারটি ঝুঁকিপূর্ন হয়ে পরেছে।সার্বিক দিক বিবেচনায় জনগণের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনা ও করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে শুক্রবার (১০এপ্রিল) বিকাল হতে শাহজাদপুর উপজেলার কৈজুরী, গালা, পোরজনা ও হাবিবুল্লাহনগর ইউনিয়ন অবরুদ্ধ (লক ডাউন) ঘোষনা করা হয়েছে। বিষয়টি অতীব জরুরী তাই সংশ্লিষ্টদের বরাবর আদেশের কপি প্রেরন করা হয়েছে
তিনি আরও জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চারটি ইউনিয়ন অবরুদ্ধ (লক ডাউন) অবস্থায় থাকিবে।
Leave a Reply