প্রতিদিনের সময় প্রতিবেদকঃ
গত ২৪ ঘন্টায় ঢাকা-নারায়ণগঞ্জ থেকে সিরাজগঞ্জে আসা ৭৮ জনকে নতুন করে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ হুমায়ুন কবির জানান, নতুন হোম কোয়ারেন্টাইনে রাখা ৭৮ জনের মধ্যে ৫০ জনই সিরাজগঞ্জ সদর উপজেলার। অন্যারা হচ্ছে উল্লাপাড়া উপজেলায় ১৪ জন,বেলকুচি উপজেলায় ৮ জন ও কাজিপুর উপজেলায় ৬ জন। এরা সবাই ঢাকা নারায়ণগঞ্জ থেকে সিরাজগঞ্জে এসেছে। এদের সবার মধ্যে করোনা ভাইরাসের প্রথমিক উপসর্গ থাকায় তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। এছাড়া সিরাজগঞ্জ সদর হাসপাতালে ১ জন ও উল্লাপাড়া হাসপাতালে ১ জন কোয়ারেন্টাইনে থাকা সহ জেলায় এখন কোয়ারেন্টাইনে রয়েছে ১৮২ জন। অন্যদিকে গত ২৪ ঘন্টায় সুস্থ্যতার ছাড়পত্র পেয়েছে ২ জন। এই ২ জনই সিরাজগঞ্জ সদর উপজেলার। এখন পর্যন্ত সিরাজগঞ্জ জেলায় মোট কোয়ারেন্টাইনে রাখা হয় ৭৩৮ জন এবং সুস্থ্যতার ছাড়পত্র পেয়েছে ৫৫৪ জন।
এদিকে করোনা উপসর্গ থাকা সিরাজগঞ্জের ৩৮ জনের নমুনা পাঠানো হয়েছে আইইডিসিআরে। এর মধ্যে ১২ জনের টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। অর্থাৎ এদের শরীরে করোনার ভাইরাস কভিড-১৯ পাওয়া যায়নি।
সিভিল সার্জন ডাঃ জাহিদুল ইসলাম জানান, তাড়াশে করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া পোষাক শ্রমিকের শরীরেও করোনা ভাইরাস ছিলো না। পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছে। বাকি ২৬ জনের ফলাফল এখনও প্রক্রিয়াধিন রয়েছে
You cannot copy content of this page