অমরেশ দত্ত জয়ঃ চাঁদপুরের মতলব উত্তরে নারায়ণগঞ্জ ফেরত আরো ১ ব্যক্তি করোনায় আক্রান্ত হওয়ার সাথে সাথেই তৎপরতা বৃদ্ধি করেছে পুলিশ।১১ই এপ্রিল শনিবার এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন শাখাওয়াত উল্লাহ।তিনি জানান,নারায়নগঞ্জ ফেরত ২৬ বয়সী যুবকের করোনা টেস্টের রিপোর্ট পজেটিভ। অর্থাৎ সে করোনায় আক্রান্ত।তিনি আরো জানান,করোনায় আক্রান্ত ওই ব্যক্তি মতলব উত্তরের আনারপুর গ্রামের বাসিন্দা।এ নিয়ে নারায়নগঞ্জ ফেরত মোট ২ জনের করোনা রিপোর্ট পজেটিভ।এদিকে পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন) মিজানুর রহমান জানান,মতলব উত্তরে আরো একজন করোনায় আক্রান্ত বলে পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে।এমতাবস্থায় জলে ও স্থলে মতলব উত্তরের সাথে পুরো জেলার যোগাযোগ বিচ্ছিন্ন নিশ্চিত করতে তৎপর রয়েছে পুলিশ।এ ব্যপারে এএসপি মাতলব সার্কেল আহাসান হাবিব জানান,আমরা মতলব উত্তরে উর্দ্ধতনের নির্দেশে সব রকমের যোগাযোগ বিছিন্ন করেছি।বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়েছি।আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।প্রসঙ্গত,গত ৯ই এপ্রিল নারায়ণগঞ্জ ফেরত আরো ১ ব্যক্তির করোনা পজেটিভ পাওয়া যায়।যিনি মতলব উত্তরে হানিরপাড় গ্রামে তার শশুড় বাড়ীতে বেরাতে আসে।যদিও তার পৈতৃকভূমি রংপুর জেলায়।
Leave a Reply