নড়াইল প্রতিনিধিঃ করোনা পরিস্থিতি নিয়ে খুলনা বিভাগের সব জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে নড়াইলের খোজ খবর নিলেন প্রধানমন্ত্রী ও আ’লীগ সভানেত্রী শেখ হাসিনা। রোববার (১২ এপ্রিল) দুপুরে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নড়াইল-০২ আসনের এমপি মাশরাফি বিন মোর্তজার সঙ্গে কথা বলেন শেখ হাসিনা।
এ সময় জেলা প্রশাসক আনজুমান আরার সঙ্গে কথা বলে জেলার সার্বিক করোনা পরিস্থিতি নিয়ে দিক নির্দেশনা নেন প্রধান মন্ত্রী। এছাড়া ভিডিও কনফারেন্সে অংশ নেন নড়াইল-১ আসনের এমপি কবিরুল হক মুক্তি। ভিডিও কনফারেন্সে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবাস চন্দ্র বোস, সিভিল সার্জন ডা. এম এ মোমিন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ন ডা. আব্দুস সাকুর, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ। জেলা প্রশাসক জেলার ত্রানসহ করোনা প্রতি রোধে নেয়া নানা পদক্ষেপ তুলে ধরেন। এমপি মাশরাফি নড়াইল সদর হাসপাতালে আইসিইউ ইউনিটের জন্য প্রধানমন্ত্রীর নিকট অনুরোধ করেন।#
Leave a Reply