বিনোদন ডেস্কঃ
করোনা ভাইরাসের কারণে আতঙ্কিত ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস।করোনা সংক্রমণ থেকে বাঁচতে দীর্ঘদিন ধরেই গৃহবন্দি এই নায়িকা। স্বল্প আয়ের মানুষের পাশেও দাঁড়িয়েছেন তিনি।
করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ভয়াবহ আতঙ্কে আছি। কারণ এই রোগ পৃথিবী জুড়ে মানবিক বিপর্যয় ডেকে এনেছে। এই রোগ কারো হলে তার কাছে আপনজন যেতে পারছে না, মৃত্যু হলে জানাজা, দাফনে মানুষ অংশ নিতে পারছে না। এমন দুর্যোগ আগে দেখিনি, শুনিওনি।
করোনাভাইরাস নিয়ে সচেতনতা প্রসঙ্গে তিনি বলেন, ‘করোনার মূল ঔষধ ঘরে অবস্থান করা। দীর্ঘদিন ধরে ঘরেই থাকছি। আমার পরিবারের সদস্যদেরও নিরাপদে রাখার চেষ্টা করছি। এখনো যারা নিয়ম মানছেন না, তাদের বলি, আমাদের মতো দেশে এই রোগের বিস্তার বাড়লে মানুষকে বাঁচানো যাবে না। তাই নিয়ম মেনে ঘরে থাকুন।
Leave a Reply