মোঃ মারুফবিল্লাহ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের সংক্রমণে মহাদুর্যোগে সরকারি ত্রাণের অসঙ্গতি তুলে ধরে সুষ্ঠু বিতরণের আহ্বান জানিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে পোষ্ট করার কারণে সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগরে নিরীহ কলেজ ছাত্রকে মারপিটের অভিযোগ উঠেছে। বেস্ট টিম সাতক্ষীরার ওই সদস্যকে পিটিয়ে আহত করেন স্থানীয় ইউপি সদস্য আফসারউদ্দীন। সাতক্ষীরা পলিটেকনিক ইন্সটিটিউট থেকে সম্প্রতি শিক্ষাজীবন শেষ করেন রোভার স্কাউটসের সদস্য আব্দুল বারি। তিনি কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মানপুর গ্রামের বাহার আলীর ছেলে। তথ্য সুত্রে এবং বেস্টটিম সাতক্ষীরার ফেসবুক পেজের ভিডিও ক্লিপ থেকে জানা যায়, লাঞ্ছিত শিক্ষার্থী গত কয়দিন আগে ফেসবুক লাইভে মাননীয় প্রধানমন্ত্রীর করনা মহামারী উপলক্ষে ঘোষিত বিভিন্ন ত্রাণসামগ্রী স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিতরণ না করে প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনছার বাহিনী দিয়ে বিতরণের আহ্বান জানান। স্থানীয় প্রতিনিধিদের বিতরণে স্বজন প্রিতি ও অনিয়ম হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এরই সুত্র ধরে গত ৯ এপ্রিল সকাল ১১ টার দিকে আব্দুল বারির বাড়িতে কৃষ্ণনগর ইউপির গ্রাম পুলিশসহ ৮ সদস্যর একটি দল উপস্থিত হয়ে তাকে তুলে নিয়ে আসে ইউনিয়ন পরিষদে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ইউপি সদস্য আফসারউদ্দীন তাকে পাইপ দিয়ে বেধড়ক পেটায়। এ ব্যাপারে অভিযুক্ত মেম্বার আফসার উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জিজ্ঞাসাবাদে স্বিকারোক্তি না দেওয়ায় তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী আব্দুল বারির সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমি নিরীহ হতদরিদ্র পরিবারের সন্তান। এ বিষয়টি নিয়ে আমি হামলা মামলার শিকার হতে চাইনা। আপনারা ভিডিওতে যেটা দেখেছেন সেটাই প্রকৃত ঘটনা। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকার সচেতন মহল বিষয়টি প্রশাসনের নজরে নিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষিদের শাস্তি প্রদানের আহ্বান জানিয়েছেন।
You cannot copy content of this page