সুজন, ঠাকুরগাঁও অফিসঃ বিশ্বব্যাপী এক আতংকের নাম করোনা ভাইরাস। করোনা মহামারীর কারণে প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা ও লাশের সারি। করোনা ভাইরাসের আতঙ্কে বিভিন্ন দেশে জরুরি অবস্থায় জারী করা হয়েছে। বাংলাদেশেও করোনা ভাইরাস প্রতিরোধ ও সংক্রমণের বিস্তার ঠেকাতে নেওয়া হয়েছে বিভিন্ন রকম পদক্ষেপ। এ অবস্থায় ঘর থেকে বের হতে পাচ্ছে না জনসাধারণ। সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের কারণে দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষেরা সাময়িক দূর্ভোগে পড়েছে। এই দূর্ভোগ থেকে তাদের পরিত্রাণের অংশ হিসেবে অসহায়,দুঃস্থ ও কর্মহীন মানুষদের মাঝে নিজ অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করলেন জাকের পার্টি যুবফ্রন্ট।
রবিবার (১২ এপ্রিল) ঠাকুরগাঁও সদর উপজেলা ১৮ নং শুখান পুকুরী ইউনিয়ন জাকের পার্টি যুবফ্রন্টের উদ্যোগে নিজ অর্থায়নে ২৩৫টি হতদরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ০৫ কেজি চাল,২ কেজি আলু,৫০০গ্রাম ডাল,লবণ ৫০০ গ্রাম,সাবান ১ টি ও নাপা ঔষধ ১ পাতা এর প্যাকেট সামগ্রী বিতরণ করা হয় ।
খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, ১৮ নং শুখান পুকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান, ২ নং ওয়ার্ড জাকের পার্টি যুব ফ্রন্টের সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক মানিক হোসেন। ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলামসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।
খাদ্য সামগ্রী বিতরণের সার্বিক তত্তাবধায়নে ছিলেন ১৮ নং শুখান পুকুরী ইউনিয়ন জাকের পার্টি যুবফ্রন্টের সভাপতি সফিকুল ইসলাম। খাদ্য সামগ্রী বিতরণের বিষয়ে সভাপতি সফিকুল ইসলাম আমাদের প্রতিনিধিকে জানান, জাকের পার্টি সবসময় মানুষের কল্যাণে কাজ করে। তারেই ধারাবাহিকতায় এ দূর্যোগ ময় মুহুর্তে আমরা হতদরিদ্র ও কর্মহীন মানুষদের পাশে দাড়িয়েছি। করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। অপ্রয়োজনীয় বাড়ী থেকে বের হওয়া যাবে না। আপনারা কেউ আতংকিত হবেন না। জাকের পার্টি সাধারণ মানুষদের পাশে সবসময় থাকবে। এ সময় তিনি জাতির এ ক্লাতিলগ্নে সমাজের বিত্তবানদের মানবিক বিবেচনায় এগিয়ে আসার আহবান জানান।
Leave a Reply