সুজন ঠাকুরগাঁও প্রতিনিধি : বিশ্বব্যাপী এক আতংকের নাম করোনা ভাইরাস। করোনা মহামারীর কারণে প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা ও লাশের সারি।
বাংলাদেশে আজ নতুন করে আক্রান্ত হয়েছে ১৩৯ জন আর মারা গেছে ৪ জন।বাংলাদেশে করোনা ভাইরাস প্রতিরোধ ও সংক্রমণের বিস্তার ঠেকাতে সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন রকম পদক্ষেপ।
ঠাকুরগাঁও জেলার হরিপুর ও পীরগঞ্জে ৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। ঠাকুরগাঁওয়ে ৩ জন আক্রান্ত হওয়ায় ও করোনার প্রাদুর্ভাব প্রতিরোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল শনিবার থেকে ঠাকুরগাঁও জেলাকে অনির্দিষ্ট কালের জন্য ঘোষণা করা হয়েছে লকডাউন।
রোববার ঠাকুরগাঁও সদর উপজেলা ভুল্লী বাজারে জনসমাগম, সামাজিক দূরত্ব বজায় রাখতে ও লক ডাউন কার্যকর করতে জেলা পুলিশ সুপার এর নির্দেশে চালানো হয় ডিবি পুলিশের অভিযান।
এসময় ডিবি পুলিশের সদস্যরা বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন এবং বাজার গুলোতে জনসমাগম এড়াতে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান।
You cannot copy content of this page