ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। উক্ত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় চ্যানেল আই অনলাইনকে সংবাদটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী। সামাজিক অবস্থান বিবেচনা করে শিক্ষার্থীর পুরো পরিচয় প্রকাশ করা না হলেও ওই শিক্ষার্থী যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকতেন না তা জানা গেছে। ঢাকায় বসবাস করা ওই শিক্ষার্থীর সার্বিক পরিস্থিতি সর্ম্পকে বিশ্ববিদ্যালয় প্রশাসন অবগত আছেন।
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় (১১ এপ্রিল) দেশে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। অন্যদিকে আরও ১৩৯ জনের দেহে কোভিড-১৯ এর উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২১ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ৩৯ জন।
Leave a Reply