ভারতের রাজধানী নয়াদিল্লি ও তার পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৫। রবিবার স্থানীয় সময় বিকাল ৫টা ৪৫ মিনিটের দিকে ভূমিকম্প আঘাত হানে। এনডিটিভি জানায়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। করোনা ভাইরাসের কারণে লকডাউনে থাকা মানুষের মধ্যে ভূমিকম্পের পর আতংক ছড়িয়ে পড়ে।
ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎসস্থল ছিল দিল্লি-উত্তরপ্রদেশ সীমানায়। প্রায় এক মিনিট ধরে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পে কেঁপেছে গুরগাও, গাজিয়াবাদও। কম্পন অনুভূত হয়েছে নয়ডা এনসিআরে। ভূমিকম্পটির উৎস ছিল মাটি থেকে ৮ কিলোমিটার গভীরে।
Leave a Reply