নড়াইল প্রতিনিধিঃ নড়াইল জেলা কারাগারের কয়েদীদের মধ্যে নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মোর্ত্তজা করোনাভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণ করেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ২টার দিকে তিনি জেলসুপার মোঃ মুজিবুল হকের কাছে ১৪৪জন কয়েদীদের জন্য ২শ পিচ হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, গ্লাভস এবং সাবান তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, জেলার মোহাম্মদ সায়েম, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম অনিক, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৌমেন চন্দ্র বসু প্রমূখ।
মাশরাফি বিন মোর্ত্তজা বলেন, কয়েদীরা তাদের কর্মের জন্য সাজা ভোগ করলেও তাদের প্রটেকশন দেওয়াটা জরুরি। সে জন্য এই ব্যবস্থা নেওয়া। তারা এখান থেকে বের হয়ে যাতে নিরাপদে থাকতে পারে, সেটা আমাদের নিশ্চিত করতে হবে। #
You cannot copy content of this page