সবুজ সরকারঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে পরকীয়া সন্দেহের জের ধরে স্ত্রী ও শ্বশুরকে ছুরিআঘাত করেছে জামাই আব্দুর রহমান। গুরতর আহত অবস্থায় দু’জনই সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রবিবার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার শেরনগর পচ্শিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জামাই ও শ্বশুর শেরনগর প্রশ্চিমপাড়া ভাড়া বাড়িতে থাকত ও স্বামী স্ত্রী দুইজনে কামারপাড়া পূবানী গামেন্টস এ কাজ করতো।
স্থানীয়া তাদের উদ্ধার করে গুরুতর আহত সালমা (২৫) ও আব্দুল ছালাম (৫০) কে প্রথমে বেলকুচি উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুনেছা মুজিব হাসপাতালে প্রেরন করেন।
এর মধ্যে আব্দুল ছালামের অবস্থা আংকাজনক। এ ঘটনার পর থেকে আব্দুর রহমান পলাতক রয়েছে।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, ঘটনাটি জেনেছি তবে এ ব্যাপারে কোন মামলা দায়ের করা হয়নি।
Leave a Reply