এম এ হান্নান,শাহজাদপুর( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ দেশ বর্তমান করোনায় বিপর্যয়ের মধ্য দিয়ে চলছে। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে।কর্মহীন মানুষের দিন দিন কষ্ট বেড়ে চলছে।সরকারি বেসরকারি মিল কারখানা সব বন্ধ আছে সরকারি নির্দেশনায়।বাবার কাছে খাবার চেয়ে না পাওয়ায় মেয়ের আত্মহত্যার ঘটনাও দেশে ঘটেছে ইতিমধ্যে। এমতাবস্থায় থেমে নেই মানুষের মানবিক কাজগুলো।যে যেভাবে পারছে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসছে ত্রান সামগ্রী নিয়ে মানুষের পাশে দাড়াচ্ছেন অনেকে। সে ধারাবাহিকতায় সিরাজগঞ্জের শাহজাদপুরে সম্পুর্ন নিজ অর্থায়নে ত্রান বিতরন করেছেন বাসদ নেতা আঃ আলিম।
রবিবার(১২ এপ্রিল) সকালে শাহজাদপুরের চরাচিথুলিয়া গ্রামে বিধবা এতিম কর্মহীন মানুষের মাঝে চাল,ডাল,লবন সাবান বিতরন করেন বাসদ নেতা আঃ আলিম।
আঃ আলিম জানান দেশে বর্তমান মহামারী চলছে।শাহজাদপুর বাসদ সভাপতি এ্যাডঃ আনোয়ার হোসেনের দিক নির্দেশনায় সম্পুন্ন নিজ অর্থায়নে আমি আমার সামর্থ্য অনুযায়ী মানুষের মাঝে ত্রান সামগ্রী পৌঁছে দিয়েছে।
তিনি আরও জানান সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য আগেই তালিকা প্রস্তুত করে মানুষের বাড়ী বাড়ী গিয়ে নিজ হাতে ত্রান পৌঁছে দিয়েছি। সংখ্যা বড় বিষয় না যার যার সামর্থ অনুযায়ী সবার উচিত মানুষের পাশে দাঁড়ানো,সেটা দুজন হলেও সমস্যার কারন নাই।
Leave a Reply