।।ইবি প্রতিনিধি।।
সারাদেশে মহামারী করোনা ভাইরাসে এখন চলছে সাধারণ ছুটি,বর্তমানে পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়াতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ক্যাম্পাস খোলার বিষয়টি অন্তত তিন দিন পূর্বে বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের জানানো হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।
তিনি জানান, ইতােমধ্যে করােনা ভাইরাসের সংক্রামণ বৃদ্ধি পাওয়ায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও আবাসিক হলসমূহ বন্ধ থাকবে। ক্যাম্পাস খােলার বিষয়টি অন্তত তিন দিন পূর্বে বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের জানানো হবে। এছাড়া সরকারী ঘোষিত সাধারণ ছুটি অনুযায়ী আগামী ২৫ তারিখ পর্যন্ত অফিসসমূহ বন্ধ থাকবে। তবে এসময় মেডিকেলসহ জরুরী সেবাসমূহ যথারীতি চালু থাকবে এবং নিরাপত্তা প্রহরীদের স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক দায়িত্ব পালন করতে হবে। এছাড়া করােনা পরিস্থিতি সংক্রান্ত যে কোন প্রয়োজনে ‘ইবি করোনা প্রতিরােধ সেল’ -এর সাথে যােগাযােগ করতে বলেন তিনি।
উল্লেখ্য, এর আগে করােনা ভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষিতে সরকারী ঘোষণা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা, আবাসিক হলসমূহ এবং অফিসসমূহ ১৪ এপ্রিল পর্যন্ত ছুটির মেয়াদ বৃদ্ধি করা হয়।
Leave a Reply