রুবেল আহমেদ, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা পরিষদের উদ্যোগে অসহায় ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৩এপ্রিল) সকালে কাজিপুর ডাকবাংলোর সামনে থেকে ২০০ জন অসহায় ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০কেজি চাল,৫কেজি আটা,১লিটার তেল ও ১কেজি মসুর ডাল। এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, জেলা পরিষদ সদস্য জিলহাজ্ব উদ্দিন মাস্টার,কাজিপুর থানা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক শওকত আকবর, কাজিপুর থানা আওয়ামী যুবলীগের সভাপতি বিপ্লব সরকার প্রমুখ।
Leave a Reply