মামুন কৌশিক, নেত্রকোণা প্রতিনিধি :
নেত্রকোণায় চারজন করোনা রোগী সনাক্ত হওয়ায় সোমবার দুপুর থেকে জেলাকে লক ডাউন ঘোষণা করা হয়েছে।দশ এপ্রিল প্রথম দুইজন এবং বারো এপ্রিল পরবর্তী দুই জন করোনা পজিটিভ হয় নেত্রকোণা জেলায়। জেলা প্রশাসক মইনউল ইসলাম এই লক ডাউনে সাধারণ মানুষদের ঘরে থেকে নিজেও সুস্থ এবং অন্যকেও সুস্থ থাকতে আহ্বান করেন।
জেলা প্রশাসক মইনউল ইসলাম আরও বলেন, এ জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক, মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ জেলায় প্রবেশ করতে বা এ জেলা থেকে অন্য কোনো জেলায় যেতে পারবেন না। জেলার অভ্যন্তরে যাতায়াতের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা বলবত থাকবে। সব ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। জরুরি পরিষেবা, চিকিৎসা, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ এর আওতাবহির্ভূত থাকবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ সোমবার বিকাল ৫টা থেকে কার্যকর হবে এবং আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply