সালাহ্উদ্দিন শুভ,মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজরের কমলগঞ্জের সন্তান ছিদ্দিকুর রহমান সাদেক। চাকরি করে বেতন যা পান, তা দিয়েই চলে তার সংসার। কিন্তু করোনা পরিস্থিতিতে তিনি তার ২ মাসের বেতনের টাকা দিয়ে কর্মহীন ৭০ টি পরিবারের পাশে খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতার হাত বাড়লেন তিনি। একজন পুলিশের কনেসষ্টেবল(ড্রাইভার) হয়ে তিনি যেভাবে মানুষের কল্যানে কাজ করছেন তা বিরল। অথচ সমাজে অনেক কোটিপতি বা জনপ্রতিনিধি হাত গুটিয়ে বসে আছেন।
সোমবার (১৩এপ্রিল)সারা দিনব্যাপি সিলেট শহরের বিভিন্ন স্থানে কয়েকজন পুলিশ সদস্যদের সাথে নিয়ে কর্মহীন ও অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, পেঁয়াজ ও আলু প্যাকেট করে পৌঁছে দেন ছিদ্দিকুর রহমান সাদেক।
ছিদ্দিকুর রহমান সাদেক বলেন, মানুষ মানুষের জন্য, এই কথাটি চিন্তা করে আমি আমার ২ মাসের বেতনের মাসের বেতনের টাকা দিয়ে কর্মস্থলের আশ পাশের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি আশা করি বিত্তবানরা সবাই যাতে এই কঠিন বিপদের সময় অসহায় হতদরিদ্র মানুষদের পাশে এসে দাঁড়ায়।
You cannot copy content of this page