মো: জুবায়দুল ইসলাম লাদেন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জে লকডাউন মানছে না সাধারণ মানুষ। রাস্তায় অবাধে চলছে রিকশা-অটোসহ অন্যান্য ছোট যানবাহন। এতে করে জেলায় করোনোর ঝুঁকি বাড়ছে। প্রশাসনের কঠোর নির্দেশনা অমান্য করে প্রয়োজনে-অপ্রয়োজনে রাস্তায় নেমে আসছে মানুষ। তাদের ঘরমুখো করতে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে।
সোমবার শহরের প্রধান প্রধান সড়কে অবাধে ছোট ছোট যানবাহন চলতে দেখা গেছে। যেখানে-সেখানে মানুষের জটলা। করোনা প্রতিরোধে হাট-বাজার ও দোকান নির্ধারিত সময়ে খোলার নির্দেশনা থাকলেও সুযোগ পেলেই অনেক দোকান খোলা রাখা হচ্ছে।
বিশেষ করে শহরের বড় বাজারগুলোতে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। শহরের বড় বাজার, পুরান থানা ও কাছারি বাজারে উপচে পড়ছে মানুষ। তবে কয়েক দিনের মধ্যেই খোলা জায়গায় বাজারগুলো সরিয়ে নেয়া হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।
কিশোরগঞ্জে এ পর্যন্ত ১১ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে এক যুবকের। এখনই কঠোর পদক্ষেপ না নিলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা অনেকের।
You cannot copy content of this page