ভরত রায় প্রত্যয়, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃকরোনাভাইরাস মোকাবিলায় বিদেশফেরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইনে থাকতে পরামর্শ দেয়া হলেও দিনাজপুরের চিরিরবন্দরের ব্যক্তিরা তা মানছেন না। তাই তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করে কোয়ারেন্টাইনে থাকা নিশ্চিত করতে বাড়ি বাড়ি যাচ্ছেন মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু।
সোমবার (১৩ এপ্রিল) দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে বাড়ি বাড়ি যান তিনি।
একই সঙ্গে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে তিনি হোম কোয়ারান্টাইনে থাকা কিছু অসহায় মানুষদের খাদ্য সামগ্রী দিয়ে আসেন। এদিকে তার উদ্দ্যোগে উপজেলার গুরুত্বপূর্ণ মোড় ও গ্রাম এলাকায় মাইক দিয়ে সচেতনতা মুলক প্রচারনা অব্যাহত রেখেছেন তিনি।তাছাড়া করোনাভাইরাস শুরু থেকেই তিনি জনসচেতনতামূলক সকল প্রকার কার্যক্রমে অংশগ্রহণ করছেন।
এ বিষয় মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু বলেন, আমরা সবাই সচেতন হলে এবং সহযোগিতা করলে করোনা মোকাবিলা করা সম্ভব।
Leave a Reply