নিজস্ব প্রতিবেদকঃ লোগো হলো নিদিষ্ট কোন প্রতিষ্ঠানের সিম্বল বা প্রতীক যেটির মাধ্যমে ঐ প্রতিষ্ঠানের পরিচয় বহন করে। লোগোর মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন দিক ও উদ্দেশ্য তুলে ধরা হয় লোগো হয় অর্থবহ । তেমনি একটি লোগো নিয়ে এসেছে রংপুর জেলার জনপ্রিয় ফ্যান পেজ Rangpur Bangladesh যাদের ফ্যান ও ফলোয়ার প্রায় ৫৩ হাজার এই পেজটি রংপুরে বিভিন্ন সামাজিক কাজ করে থাকে । এ পেজের নতুন লোগোটির প্রোফাইল পিকচারে রংপুরের পায়রা চত্তরকে ফুটিয়ে তোলা হয়েছে আর কাভারে কারমাইকেল কলেজ , তাজহাট রাজবাড়ি ও বাংলাদেশ ভবনকে তুলে ধরা হয়েছে । পেজের ফ্যানদের মাঝে লোগোটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে Rangpur Bangladesh পেজটির এডমিন জানিয়েছে তাদের পেজে ফ্যানরা কমেন্ট ও ম্যাসেজের মাধ্যমে জানতে চাচ্ছে লোগোটির নির্মাতা কে । সুন্দর ও অর্থবহ এই লোগোটি তৈরী করেছেন রংপুরে একজন ফ্রিল্যান্সার ও দেশের গেম আর্টিস্টদের মধ্যে অন্যতম পরিচিত মুখ রুশায়েদ তমাল ভাই তিনি দীর্ঘদিন ধরে এই পেশায় রয়েছেন । তরুনদের এই পেশায় নিয়ে আসার জন্য ও তাদের কাজ শেখারনোর জন্য রেডিও ঝালমুড়ি নামের তার একটি ইউটিউব চ্যানেলও রয়েছে যার লিঙ্ক https://www.youtube.com/channel/UCqFq4wGY6JKE3J0zb9XT_Bg আপনি চাইলে চ্যানেলটি থেকে ঘুরে আসতে পারেন এবং সাবক্রাইব করতে পারেন ।
Leave a Reply