আবদুর রহমান, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
করোনাভাইরাস আতংকে দিন কাটছে বিশ্ববাসীর।এর প্রাদুর্ভাব থেকে বাচতে সকল শ্রেণীপেশার মানুষকে থাকতে হচ্ছে গৃহবন্ধী। অনেকটা দুশ্চিন্তাগ্রস্থ আর কর্মহীন এই মানুষগুলোর মাঝে নিজস্ব অর্থায়নে রামগঞ্জ আসনের এমপি ড. আনোয়ার খানের নির্দেশে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন রামগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক জাহাঙ্গীর আলম। সোমবার তিনি তার নিজস্ব অর্থায়নে সোনাপুর গ্রামের প্রায় ২০০ হতদরিদ্র ও কর্মহীন পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এই খাদ্যসামগ্রী বিতরণ করছেন। এই সময় খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন রামগঞ্জ পৌর আ.লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র বেলাল আহমেদ, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল বাশার বাচ্চু, রামগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্নআহবায়ক এস এম মোজাম্মেল হক, পৌর ছাত্রলীগের আহবায়ক মিলন আঠিয়া, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাশেদ আলম ভুইয়া সহ প্রমুখ। ইতিপূর্বেও জাহাঙ্গীর আলমের উদ্যোগে এমপি আনোয়ার খানের নির্দেশে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে পৌর সোনাপুরের বিভিন্ন স্থানে সপ্তাহব্যাপী স্প্রে প্রয়োগ করা হয়েছে। স্প্রে প্রয়োগে সহযোগিতা করেছেন রামগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক এস এম মোজাম্মেল হক সহ প্রমুখ
You cannot copy content of this page