নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার পারছাতড়া গ্রামে প্রথম করোনা রোগি শনাক্ত হয়েছে। ওই গ্রামের সৈয়দ আশরাফ আলীর ছেলে সৈয়দ সুজন (২৫) এর শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাক্তার আব্দুল মোমেন।
এদিকে করোনাভাইরাস সনাক্ত হওয়ার পর লোহাগড়া উপজেলার পারছাতড়া গ্রাম লকডাউন ঘোষণা করেছে জেলা ও উপজেলা প্রশাসন।
এ ব্যাপারে সিভিল সার্জন ডাক্তার আব্দুল মোমেন বলেন, নড়াইলে এ পর্যন্ত ২৩জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ১৭জনের রিপোর্ট পাওয়া গেছে। আর ছয়জনের রিপোর্ট এখনও পাওয়া যায়নি। এই ১৭ জনের মধ্যে একজনের রিপোর্ট পজেটিভ এসেছে। তার পরীক্ষা খুলনায় সম্পন্ন হয়েছে এবং সোমবার সন্ধ্যায় মৌলিক ভাবে রিপোর্ট জানতে পেরেছি। তবে ওই যুবকের চিকিৎসা বাড়িতে চলছে।
এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত যুবক সপ্তাহখানেক আগে নারায়নগঞ্জ থেকে বাড়িতে আসে। #
You cannot copy content of this page