বৈশাখ থাক মনে
মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়
বৈশাখ থাক মনে মনে
করোনায় বাঁচতে থাকি
যে যার ঘরে, থাকলে বেঁচে
বৈশাখ আসবে আবার ফিরে।
সে দিন না হয়, সবাই মিলে দু পা ফেলে
গল্প করবো রমনার বটমূলে বসে,
বৈশাখ এলো বলছে সবাই
ওমা ঘরের বাহিরে যেওনা
করোনা নামক অদৃশ্য শত্রু
আছে যে তাই
বাহিরে যাওয়ার নেইকো উপায়।
বলছি আমি শুনুন সবে
আল্লাহর রহমত আসবে ফিরে
কয়েকটি ধৈর্য ধরে
থাকুন সবাই যে যার ঘরে,
থাকলে বেঁচে দেখা হবে সবার সাথে।!
লেখক পরিচিতি -
প্রবাসী সাংবাদিক, নাট্যকার, কবি ও লেখক।
পাবলিক রিলেশন অফিসার -DMC, বাথা, রিয়াদ
মার্কেটিং ডিরেক্টর -EDC- প্রবাসী সেবা কেন্দ্র, রিয়াদ
সৌদি আরব।
You cannot copy content of this page