সালাহ্উদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি:
মধ্যপ্রাচ্যের কাতারের শিল্পাঞ্চল এলাকায় একটি এলোমেনিয়াম কারখানায় দুর্ঘটনায় মৌলভীবাজারের কমলগঞ্জের তারেকুল ইসলাম (২৭) নামে একজন নিহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৩টায় আকস্মিকভাবে কারখানায় মর্মান্তিক মেশিন দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
নিহত তারেকুল ইসলাম কমলগঞ্জের মুন্সীবাজার ইউনিয়নের মির্জানগর গ্রামের শওকত আলীর একমাত্র ছেলে ছিল। সে দেশে থাকাবস্থায় মুন্সীবাজার ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলো।
মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের সদস্য শফিকুর রহমান মঙ্গলবার জানান, নিহত তারেকের মরদেহ কাতারের হাসপাতালে হীমাগারে রাখা হবে। করোনাভাইরাস সংক্রমণ কমে যাওয়ার পর অর্থাৎ আরও কমপক্ষে দুই মাস পর তার মরদেহ দেশে আনা হবে।
Leave a Reply