মোঃ মারুফবিল্লাহ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলাধীন কালিগঞ্জ উপজেলার ২নং বিষ্ণুপুর ইউনিয়নে হোম কোয়ারেন্টাইনে থাকা ৬০ অসহায় ব্যক্তিকে খাদ্য সহায়তা ও প্রয়োজনীয় সামগ্রী দিলেন বিষ্ণুপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড থেকে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত ইউপি সদস্যা মোছাঃ রোজিনা খাতুন। (১৪ এপ্রিল) মঙ্গলবার বাদ আছর পরবর্তী সময়ে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই সরকারী প্রাথমিক বিদ্যালয়, পারুলগাছা সরকারী প্রাইমারী বিদ্যালয় এবং বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবস্থিত হোম কোয়ারেন্টাইনে থাকা ৬০ অসহায় ব্যক্তিকে এ খাদ্য সহায়তা প্রদাণ করেন তিনি। এছাড়াও এসময় করোনা ভাইরাস প্রতিরোধে সাবান, মশার কয়েল, টিস্যু পেপার সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রদাণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন দৈনিক প্রতিদিনের সময় পত্রিকার কালিগঞ্জ প্রতিনিধি মোঃ মারুফবিল্লাহ।
You cannot copy content of this page