গোপালপুর, টাঙ্গাইল প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের সংক্রোমন রোধে সামাজিক দূরত্ব বজায় রাখারে রাতের আধারে বাড়ি বাড়ি গিয়ে, কর্মহীন হয়ে পড়া মানুষ মাঝে চাল, ডাল, লবন, আলু, তেল, সাবান, ঔষধ, খাদ্যসামগ্রী বিতরণ করেন।
সেভ লাইফ গোপালপুর ব্লাড ডোনার এসোসিয়েশন এর সদস্যরা।
সামর্থ্যনুযায়ী অসহায়দের সাহায্য-সহযোগিতা করা সময়ের দাবী। সেভ লাইফ পরিবারের পক্ষ থেকে ত্রান বিতরণের একটি ছোট্ট উদ্যোগ গ্রহণ করে। তারই আয়োজনে সীমিত সামর্থ্য দিয়ে গোপালপুরে পৌর শহরে কয়েকটি এলাকায় প্রথম পর্যায়ে,
১০০ টি পরিবারের মাঝে দ্বিতীয় পর্যায়ে আরো ৫০ টি পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
সেভ লাইফ গোপালপুর ব্লাড ডোনার এসোসিয়েশন সদস্যরা বিভিন্ন সময়ে স্বেচ্ছায় রক্তদান করে মানবতার কাজে এগিয়ে আসেন।
এ সময় উপস্থিত ছিলেন মো. তামজীদ হোসেন. হাফেজ মো. শরীফ, মো, শিশির আহমেদ, সজিব হোসেন, হাফেজ মো.সজীব, মো. ইমরুল কায়েস, আসিখ প্রমুখ।
You cannot copy content of this page