নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে টিসিবির পণ্য কালোবাজারে বিক্রি ও মজুদ রাখার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, টিসিবির পণ্য অবৈধ ভাবে ক্রয় করায় সদর উপজেলার নাকসী বাজারের লিটন শিকদারকে (৩৫) তার দোকান থেকে গ্রেফতার করে পুলিশ। লিটন নাকসী গ্রামের ইয়াসিন শিকদারের ছেলে।
এ সময় লিটনের দোকান থেকে টিসিবির ১৮ বস্তা চিনি (বস্তা প্রতি ৫০ কেজি) এবং ২৪ বস্তা ছোলা (বস্তা প্রতি ২৫ কেজি) জব্দ করা হয়। লিটন জানান, তিনি নড়াইলের রূপগঞ্জ বাজারের টিসিবির ডিলার পরিতোষ কুন্ডুর (৬৫) কাছ থেকে এসব চিনি ও ছোলা কিনেছেন।
এরপর রূপগঞ্জ বাজার থেকে পরিতোষ কুন্ডুকে গ্রেফতার করে পুলিশ। পরিতোষ শহরের কুড়িগ্রাম এলাকার স্বর্ণপট্টির রাজকুমার কুন্ডুর ছেলে। গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের হয়েছে। #
You cannot copy content of this page