মামুন কৌশিক, বারহাট্টা থেকে: সারা দেশেই করোনা রোগীর হার জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছিল।নেত্রকোণা জেলাতে এতদিন কোন রোগী শনাক্ত হয়নি। কিন্তুু গত দশ এপ্রিল নেত্রকোণা জেলায় প্রথম দুইজন রোগী শনাক্ত হয়।বার এপ্রিল আরো দুইজন শনাক্ত হয়।কিন্তুু আজকে হঠাৎ বারহাট্টা উপজেলায় বাউসি ইউনিয়নের দেওপুর পাঁচ জন ও তার পার্শবর্তী চানপুর গ্রামে একজন শনাক্ত হয়।সন্ধ্যায় আবার আসমা ইউনিয়নে একজন বৃদ্ধের করোনা পজিটিভ আশে।নেত্রকোণা সিভিল সার্জন ডা: মো: তাজুল ইসলাম নিশ্চিত করেন যে আক্রান্তদের সবাই ঢাকা ফেরত।বারহাট্টা উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে আক্রান্তদের বাড়ি লক ডাউন করা হয়েছে।এ বিষয়ে বারহাট্টা থানার অফিসার ইন চার্জ মিজানুর রহমান বলেন যে, অতন্ত্য দুঃখের সহিত জানানো যাচ্ছে যে,আজ বারহাট্টা থানা এলাকায় ০৭(সাত) জন রোগীর দেহে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গিয়েছে। জনাব মোঃ আকবর আলী মুন্সী, পুলিশ সুপার, নেত্রকোণা মহোদয়ের দিক-নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার বারহাট্টা সার্কেল স্যারের তত্বাবধানে প্রত্যেকের বাড়ি আলাদা ভাবে লকডাউন্ড করা হয়েছে। তিনি আরও বলেন যে, এখনও সময় আছে সচেতন হোন,ঘরে থাকুন নিরাপদে থাকুন।
Leave a Reply