নড়াইল প্রতিনিধি ঃ নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি বাজারের সুবাস সাহার সিমেন্টের দোকান থেকে ভিজিডির ৫বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) সকালে কালোবাজারে বিক্রির জন্য ইউপি সদস্যদের মজুদকৃত ওই চাল উদ্ধারের ঘটনায় ২ ইউপি সদস্যসহ ৩ জনকে কারাদন্ড ও জরিমানার আদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
পুলিশ ও ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, বুধবার সকালে উপজেলার নড়াগাতি থানা পুলিশ নড়াগাতি বাজারের সুবাস সাহার সিমেন্টের দোকানে অভিযান চালান। এরপর জয়নগর ইউপির ৬নম্বর ওয়ার্ডের সদস্য শেখ মোশারেফ হোসেন ও সংরক্ষিত মহিলা ৩ নম্বর আসনের সদস্য রনি বেগম কর্তৃক লুকিয়ে রাখা ৫বস্তা ভিজিডির চাল পুলিশ উদ্ধার করে। পরে দোকানের মালিক ও ওই দুই ইউপি সদস্যকে পুলিশ আটক করে। এরপর বুধবার দুপুরে কালিয়ার ইউএনও ও ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিষ্ট্রেট মো. নাজমুল হুদার আদালতে হাজির করলে ইউপি সদস্য শেখ মোশারেফ হোসেন ও রনি বেগমকে ৩মাস করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। অপরদিকে, দোকানের মালিক সুবাস সাহাকে ৫০হাজার টাকা জরিমানার আদেশ দেন। #
You cannot copy content of this page