আব্দুর রউফ রুবেল, গাজীপুরঃ
গাজীপুরের শ্রীপুরের বরমী বাজারের চার শত বছরের ঐতিহ্যবাহী প্রাণী বানর গুলো ভালো নেই। চলমান করোনা ভাইরাসের কারণে যেখানে মানুষের জীবন যাত্রার মান স্থবির হয়ে গেছে।সেখানে প্রাণীগুলোর বেচে থাকা হয়ে গেছে অসম্ভব। আর বর্তমানে লকডাউন চলা অবস্থায় তীব্র খাদ্য সংকটে পড়েছে বানরগুলো।
সরেজমিনে দেখা যায়, খাবারের জন্য বানর গুলো এদিক ওদিক ছোটাছুটি ও চেচামেচি করছে।এমন অবস্থায় বরমীর কিছু যুবক তাদের স্বেচ্ছাসেবী সংগঠন "প্রচেষ্টা প্রানের সেবার "সৌজন্যে বাজারের বানর গুলোর মাঝে খাবার বিতরন করে।
বুধবার (১৫ এপ্রিল)সকাল ৯ টার সময় বরমী ডিগ্রি কলেজ মাঠ ও পাঠানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে বানরগুলো কে খাবার দেওয়া হয়।
সংগঠনের সদস্যরা বলেন, বর্তমানে লক ডাউন চলায় বাজারে মানুষের চলাচল ও অনেক দোকানপাট বন্ধ থাকায় বানর গুলো খাবার সংকটে পড়ে।কারন বানর গুলো মানুষের দেওয়া ও ফেলে দেওয়া উচ্ছিষ্ট খাবার খেয়ে জীবন ধারন করতো।আমাদের দেয়া খাবার বানরগুলোর প্রয়োজনের চেয়ে কম তারপরও আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাবো। আর আমরা প্রশাসনসহ সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ দয়া করে আপনারা বরমীর ঐতিহ্যের পাশে দাড়ান। তাদেরকে বিলুপ্তির হাত হতে রক্ষা করুন।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা মোঃ মাহবুবুল আলম ( সজীব), সহ সভাপতি রাজু শেখ যুগ্ম সম্পাদক সোহাগ মড়ল, সদস্য হাতেম ও শামিমসহ অন্যান্য সদস্য রা।
You cannot copy content of this page