নড়াইল প্রতিনিধিঃ বাংলাদেশ স্কাউটস নড়াইল জেলার সভাপতি ও ডিসি আনজুমান আরার নির্দেশে করোনা ভাইরাস প্রতিরোধে নড়াইলে বাংলাদেশ স্কাউটসের পক্ষ থেকে নড়াইলের স্কাউটস ও তাদের পরিবারে মাঝে মাস্ক, হ্যান্ড স্যানেটাইজার, গ্লাভস ও সাবান হস্তান্তর করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে বাংলাদেশ স্কাউটসের নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক ও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান উপস্থিত থেকে এ উপকরণ হস্তান্তর করেন। এ সময় নড়াইল সদর উপজেলার স্কাউটসের সম্পাদক এস এম ফেরদোস হোসেন, কালিয়া উপজেলার স্কাউটসের যুগ্ম-সম্পাদক সঞ্জয় কুমার সাহা ও লোহাগড়া উপজেলার স্কাউটসের সহকারি কমিশনার মোঃ মনিরুল ইসলাম উপকরণ বুঝে নেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা কাব লিডার কাজী কামরুল হুদা, শিক্ষক শামীমা ইয়াসমীন প্রমুখ। করোনা ভাইরাস প্রতিরোধে জেলার স্কাউটসদের মাঝে ৮ বক্স হ্যান্ড স্যানেটাইজার, ২৬০পিস সাবান, ৩২পিস গ্লাভস ও ৮০পিস মাস্ক হস্তান্তর করা হয়েছে। #
You cannot copy content of this page