শাহেদ হোসাইন মুবিন, কক্সবাজার জেলা প্রতিনিধি।
টেকনাফের উপকূলীয় ইউনিয়ন বাহারছড়ায় রোহিঙ্গা বোঝাই একটি ট্রলার ভিড়েছে।
বুধবার (১৫ এপ্রিল) রাত ১১টার দিকে এটি জাহাজপুরা নামের সৈকতে ভিড়ে।
ঘটনাস্থলে কোস্ট গার্ড ও পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছে।
রোহিঙ্গাদের সাগর পাড়ে জড়ো করে রাখা হয়েছে।
ট্রলারে থাকা রোহিঙ্গা শিশু, নারী ও পুরুষ মিলে অন্তত আড়াইশ’ জন হবে বলে ধারণা করছেন স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন।
ট্রলারে হতে সাগর পাড়ে রাখা রোহিঙ্গাদের বরাত দিয়ে তিনি বলেন, ‘প্রায় দুই মাস ধরে ট্রলার মাঝি তাদের মালয়েশিয়া পৌঁছে দেওয়ার কথা বলে সাগরের বিভিন্ন উপকূলে ঘুরিয়ে ফিরিয়ে অবশেষে এখানে ভিড়িয়ে দিয়েছে।’
বাহাড়ছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) লিয়াকত আলী সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘উদ্ধার হওয়া রোহিঙ্গাদের এখনো গণনা করা শেষ হয়নি। আগে তাদের মানবিক বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে। পরে বিস্তারিত জানা যাবে।
Leave a Reply