ভোলা প্রতিনিধি, মোঃ ছিদ্দিকঃ
সামাজিক দূরত্ব বজায় রেখে ভোলার বোরহানউদ্দিনে খরিফ/১, ২০২০-২০২১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রনোদনার আওতায় বিনামূল্যে রাসায়নিক সার ও আউশ ধানের বীজ বিতরন করা হয়েছে। আজ সকালে বোরহানউদ্দিন উপজেলা মিলনাতয়নে প্রধান অতিথি হিসেবে এ রাসায়নিক সার ও আউশ বীজ বিতরন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন ভোলা-২ অাসনের সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য জনাব আলী আজম মুকুল এমপি এবং কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক হরলাল মধু, এ সময় উক্ত কর্মসূচীর সভাপতি বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো : বশির গাজী। উক্ত কর্মসূচীর আওতায় ১৭শত কৃষক কে প্রতি ৩৩ শতাংশ জমির জন্য একজন কৃষক কে ডিএফপি ২০ কেজি, এমওপি ১০ কেজি ও উপশি আউশ ধানের ৫ কেজি করে বীজ বিতরন করা হয়। অনুষ্ঠানে এমপি মুকুল বলেন স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করছে বাংলার কৃষকেরা। এ সরকার কৃষি বান্ধব সরকার, বিএনপি জোটের আমলে সারের জন্য ১৭ জন কৃষক গুলি খেয়ে মরতে হয়েছে সে কথা জাতি ভুলে জায়নি। মাননীয় প্রধান মন্ত্রী জননেএী শেখ হাসিনা সরকার কৃষক কে সবসময় মুল্যায়ন করে আসছে। সুখি, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কৃষি কাজের উন্নতির বিকল্প নেই। সরকার কৃষকদের জন্য প্রয়জনিয় সব ব্যবস্থা করবে। কোন জমি জাতে অনআবাদি না থাকে সে দিকে খেয়াল রাখতে হবে,বেসি করে চাষাবাদ করতে হবে।অধিক ফলনসিল বিজ বপন করে আর্থ সামাজিক উন্নয়ন ঘটাতে হবে।
Leave a Reply