প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ৭:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৬, ২০২০, ৭:৫৪ পূর্বাহ্ণ
নিহত সাবেক চেয়ারম্যান বদর খন্দকারের পরিবারের পক্ষ থেকে লোহাগড়ায় আট’শ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
নড়াইল প্রতিনিধি ঃ নড়াইলের লোহাগড়া ইউনিয়নের নিহত সাবেক চেয়ারম্যান বদর খন্দকারের পরিবারের পক্ষ থেকে আট’শ দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে চরবগজুড়ি গ্রামে চেয়াম্যানের নিজ বাড়িতে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন চেয়ারম্যানের মা রাবেয়া বেগম, স্ত্রী নাজনিন বেগম, ভাই বাবর খন্দকার।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সি আলাউদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সমাজ সেবক হেমায়েত হোসেন, মহিউদ্দীন ভূইয়া, ইউপি সদস্য রসুল মিয়া, টুলু শেখ প্রমুখ।
বদরের স্ত্রী নাজনিন বলেন, প্রধান মন্ত্রীর আহবানে সাড়া দিয়ে করোনা পরিস্থিতিতে ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে সামান্য সহযোগিতা করে এলাকাবাসীর সেবা করতে চাই।তাছাড়া উপস্থিত জনগণকে করোনা ভাইরাস রোধে হাত ধোয়া কর্মসূচীও গ্রহন করা হয়েছিল।
উল্লেখ্য, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি সন্ত্রাসী হামলায় লোহাগড়া ইউপির সাবেক চেয়ারম্যান বদর খন্দকার নিহত হন।#
© 2024 Probashtime