প্রতিদিনের সময় নিউজ ডেস্কঃ
দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এক চিকিৎসক মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।তিনি চট্টগ্রাম নগরীর কাতালগঞ্জের বাসায় অবস্থান করছিলেন।গত ৮ এপ্রিল বাঁশখালী হাসপাতালে নিজের দায়িত্ব সেরে এরই মধ্যে আর বাঁশখালীতে যায়নি।
তারপরেও তিনি আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়লে সাথে সাথে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার সহকর্মী হিসেবে দায়িত্ব পালন করা ৫ জন ডাক্তারকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।এর পর বুধবার (১৫ এপ্রিল) সকালে বাঁশখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার গ্রামের বাড়ি বাঁশখালীর বৈলছড়িতে ৪টি বাড়ি এবং গত ৮ এপ্রিল চিকিৎসা করা তার দুই রোগীর বাড়িসহ মোট ৬টি বাড়িতে লাল পতাকা টাঙিয়ে লকডাউন করে দিয়েছে। অন্যদিকে চিকিৎসকের অবস্থান করা চট্টগ্রাম নগরীর কাতালগঞ্জের ১০ তলা দালানটি ও লকডাউন করে দিয়েছে জেলা প্রশাসন।
You cannot copy content of this page