আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ:সিরাজগঞ্জ সদর উপজেলার ১০ সয়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নবীদুল ইসলাম চেয়ারম্যান ৫ নং ওয়ার্ড মূলিবাড়ী'র করোনায় ক্ষতিগ্রস্হ নিম্ন-আয়ের দিনমজুর রিকশা-ভ্যান চালক, তাঁতী, অসহায়, গরীব- দুঃখী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৮টায় চেয়ারম্যান আলহাজ্ব মোঃনবীদুল ইসলাম তার নিজ বাড়ী থেকে সামাজিক দুরত্ব রেখে শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী দেন।
খাদ্য সামগ্রী সমূহ মধ্যে ছিলো- চাউল ১০ কেজি, ডাউল ৫০০গ্রাম, আলু ১ কেজি, লবণ ১ প্যাকেট । নিম্ন-আয়ের পরিবার গুলো এ খাদ্যসামগ্রীগুলো পেয়ে বেশ খুশি হন।
এস/আর/শাহিন রেজা/
You cannot copy content of this page