গত ১৫ মার্চ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠেছিল ‘বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ স্পন্সর্ড বাই ওয়ালটন’–এর। এরপর লিগের প্রথম রাউন্ডের খেলা হয়েছিল ঠিকঠাক মতো। তবে দ্বিতীয় রাউন্ডের আগে করোনার থাবা। বন্ধ হয়ে যায় লিগ।
এবার মহামারি করোনার প্রভাব প্রতিদিন বেড়ে যাওয়ায় লিগ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিতে বাধ্য হল ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) । মঙ্গলবার দুপুরে সিসিডিএমের সমন্বয়ক আমিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, করোনায় ঢাকা লিগ স্থগিত করতে বাধ্য হচ্ছি। এখন জীবন বাঁচানো ফরজ। খেলাধুলা নিয়ে কোনো চিন্তা ভাবনাই করছি না। লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলো। এ মৌসুমে লিগ শুরু করা যাবে কিনা তা নিয়েও রয়েছে অনিশ্চিয়তা। পরিস্থিতি কবে স্বাভাবিক হয় সেই অপেক্ষায় থাকবো অবশ্যই।
You cannot copy content of this page