শুভ চৌহান মধুপুর উপজেলা প্রতিনিধিঃ- ডাঃমীর ফরহাদুল ইসলাম মনি বলেছেন, কোভিড-১৯ করোনা পরিবারের একটি ভাইরাস। এই পরিবারে আরো অনেক ভাইরাস আছে। আবার বিশ্বের আক্রান্ত দেশ সমুহে একেক দেশ একেক রকম করোনা দ্বারা আক্রান্ত হয়েছে। করোনা খুবই সংক্রামক এবং ছোঁয়াছে ঠিক আছে কিন্তু করোনাতে আক্রান্ত অনুযায়ী মৃত্যুর হার যে খুব বেশি তা কিন্তু নয়।আজকের দিন পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্তের পরিমান ২১ লাখ ৯০ হাজার তিনশত এক। মৃত্যুর সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৪৭। মৃত্যুর হার ৬.৭১%। বাংলাদেশে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৮১৮। মৃত্যু ৭৫। আক্রান্তের হার ৪.০৮%।
এবার একটু ফিরে তাকাই স্প্যানিস ফ্লু এর দিকে। ১৯১৮ এর জানুয়ারি থেকে ১৯২০ এর ডিসেম্বর পর্যন্ত ঘটে যাওয়া স্প্যানিস ফ্লতে মোট আক্রান্ত ছিল পৃথিবীর প্রায় ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি মানুষ। আর মৃত্যুর সংখ্যা ছিল প্রায় ৫ কোটি। মৃত্যুর হার ছিল ১০%। নিঃসন্দেহে স্প্যানিস ফ্লু এর তীব্রতা ছিল করোনার চেয়ে ভয়াবহ। তাও সেটা ছিল ১০০ শত বছর আগে। তখন পৃথিবীর লোকসংখ্যাও ছিল অনেক কম। সেই ভয়াবহ পরিস্হিতিও মানুষ ওভারকাম করেছে। করোনাকেও মানুষ একদিন জয় করবে ইনশাআল্লাহ। তাই ভয় নয়,আতংক নয়। প্রয়োজন কঠিন মনোবল,সতর্কতা এবং সচেতনতা। সবাই নিরাপদ সামাজিক দুরত্ব বজায় রাখুন,ঘরে থাকুন এবং স্বাস্হ্য বিধি মেনে চলুন। ছবিতে করোনা এবং স্প্যানিস ফ্লু এর গাঠনিক চিত্র দেয়া হলো।আমরা করবো জয়,আমরা করবো জয় একদিন। বাংলাদেশ হবে হবেই করোনামুক্ত সেদিন। সবাই ভালো থাকবেন,আমাদের জন্য দোয়া করবেন।
You cannot copy content of this page