সুজন ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে একজন শিশু সহ আরো দুই জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ জন। নতুন দ্জুনের মধ্যে আকান্ত্রের মধ্যে একজন নারায়গঞ্জ থেকে এসেছেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা.মো:মাহফুজার রহমান সরকার।
আক্রান্ত ব্যক্তিদের মধ্যে একজনের বয়স (২২) ও আরেকজন শিশুর বয়স (০৭) বছর।
আক্রান্ত ওই দুইজন ব্যক্তির মধ্যে একজন যুবক (২২) ঠাকুরগাঁও হরিপুর উপজেলার বীরগড় গ্রামের এলাকার বাসিন্দা ও আরেকজন শিশু (০৭) রানীশংকৈল উপজেলার বাসিন্দা বড় বাঁশপাড়া এলাকার বাসিন্দা।
সিভিল সার্জন জানান, এখন পর্যন্ত জেলার মোট ২৪৬ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে আজ একজন শিশু সহ দুইজন করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছে। এ নিয়ে আমাদের জেলায় মোট আক্রান্ত হয়েছে ৫জন। সকলকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।
উল্লেখ্য: এর আগে গত ১১ এপ্রিল ঠাকুরগাঁও পীরগঞ্জ ভবানীপুর এলাকার ১ জন ও হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া এলাকার ২জন বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছে।
You cannot copy content of this page