মামুন কৌশিক, বারহাট্টা থেকে : নেত্রকোণার বারহাট্টা উপজেলার গোপালপুর বাজারে নতুন করে আরো দুইজন করোনা রোগী সনাক্ত হয়েছে।জানা যায় গোপালপুর বাজারের সনাক্ত হওয়া দুইজনই পুরুষ এবং তাদের বয়স ৫৫ এবং ৩৫ বছর।কিছুক্ষণ আগে নিশ্চিন্তপুর গ্রামে একজন সনাক্ত হওয়ার খবর পাওয়া যায় যার বয়স ২৪ বছর।এ নিয়ে বারহাট্টা উপজেলার মোট করোনা সনাক্ত হওয়া রোগীর সংখ্যা হল নয় জন।জানা যায় গত মঙ্গলবার বারহাট্টা উপজেলার বাউসি ইউনিয়নের দেওপুর গ্রামের পাঁচজন ও চানপুর গ্রামের একজন রোগী সনাক্ত হয়।একই দিনে আসমা ইউনিয়নেও একজন সনাক্ত হয়।এ বিষয়ে সিভিল সার্জন ডা: মো: তাজুল ইসলাম বলেন যে, বর্তমান পরিস্থিতি যদি সুস্থ থাকতে চান তবে সবাই ঘরে থাকুন।
Leave a Reply